গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য
দিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫ তম জন্ম বার্ষিকী। দিনটি পালন করতে শুক্রবার সকালে জেলা পরিষদ হল রুম (বিডি হল)
চত্বরে বেলুন উড়িয়ে শেখ রাসেলের জন্মবার্ষিকীর কর্মসুচি শুরু করা হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় বক্তব্য দেন-জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম, সহকারি পুলিশ সুপার তৌহিদ উদ দৌলা, জেলা শিক্ষা অফিসার আল আজদ,
শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী।
আলোচনা সভা শেষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিানের আয়োজন করা হয়।