শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৩:২২ পূর্বাহ্ন
পাখির ধাক্কায় বাংলাদেশ বিমানের সিঙ্গাপুরগামী একটি এয়ারক্রাফট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে জরুরি অবতরণ করেছে।
বিমানটিতে ১৫৬ জন যাত্রী ও ৭ ক্রু ছিল। পাইলটের ধারণা বিমানটির সঙ্গে পাখির আঘাত লেগেছে। তাই সকাল ৮টা ২৫ মিনিটে তিনি জরুরি অবতরণ করেন। বিমানের একজন মুখপাত্র একথা জানান।
বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকার বলেন, ‘পাইলট ৯ টা ২০ মিনিটে নিরাপদে অবতরণ করে। তবে, হতাহতের কোনো ঘটনা ঘটেনি।