শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ১২:৩৯ পূর্বাহ্ন
ভারত ও চীনের নেতারা আজ শনিবার একটি অনানুষ্ঠানিক শীর্ষ বৈঠকে তাদের মতপার্থক্য দূরে রেখেই বলেছেন যে, তাঁরা বানিজ্য ঘাটতি মোকাবিলা করবেন এবং সীমান্ত নিরাপত্তা আরো জোরালো করতে পদক্ষেপ নেবেন।
দক্ষিণ ভারতে, উপকুলীয় ঐতিহ্যবাহী শহর মামালাপুরামে এই দুই নেতা মিলিত হন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমরা বিচক্ষণতার সঙ্গে আমাদের মতভেদ দূর করতে এবং তা যাতে আমাদের মধ্যে কোন বিবাদের কারণ না হয় সেটা নিশ্চিত করতে পেরেছি। তিনি বলেন, উভয় পক্ষই পরস্পরের উদ্বেগের বিষয়ে সচেতন থাকবে যাতে করে এ সম্পর্ক বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার উৎস হয়ে দাঁড়াবে।
বিস্তারিত কিছু না বলে, প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, আমরা বন্ধুর মতো খোলা মনে আলাপ আলোচনা করেছি।
ভারতীয় কর্মকর্তারা বলছেন যে, কাশ্মির সম্পর্কে তাদের তীব্র মতভেদ পারস্পরিক আলোচনায় উঠে আসেনি। কয়েক ঘন্টা ধরে শি এবং মোদি একান্তে আলোচনা চালিয়ে গেছেন