সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৪:২৩ অপরাহ্ন
দিলীপ কুমার দাস ( ময়মনসিংহ জেলা প্রতিনিধি): ‘মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে’ এ স্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সারে ৩ ঘটিকার সময় গৌরীপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
এরপর স্থানীয় প্রাথমিক শিক্ষা দপ্তরে কমলমতি শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা ও যেমন খুশি তেমন সাজ অনুষ্টিত হওয়ার পর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীনের সভাপতিত্বে উদযাপিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান ।
কর্মসূচীতে আরো অংশগ্রহন করেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোজাহিদুল ইসলাম, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ আবু রায়হান, হাদিউল ইসলাম, ফেরদৌসী জান্নাত খান, সহকারি ইন্সস্ট্রাক্টর জাহিদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক (একাংশ) একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক (একাংশ) আরফান আলী, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরকারি শিক্ষক প্রমুখ।