শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৫:২৭ অপরাহ্ন
লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকায় শনিবার ভোর রাতে দুপক্ষের গোলাগুলিত আরিফ হোসেন নামে এক ব্যক্তি নিহত । তিনি ডাকাত দলের সদস্য বলে পুলিশের দাবি ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়ার ভাষ্য, সদর উপজেলার শাকচর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। শনিবার ভোর রাতে ডাকাত দলের দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গুলির শব্দ শুনে টহল পুলিশ ঘটনাস্থলে যায়।
এসময় ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওসির দাবি, পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরিফ হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় সদর থানা পুলিশের এএসআই মোতাহের হোসেন ও পুলিশ কনস্টেবল সোহেল রানা আহত হয়। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।