২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার চট্টগ্রামের খুলশী থানাধীন আমবাগান এলাকা হতে ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- নুর নবী @ সলিমুদ্দিন (৩৫) ও ড্রাইভার ওমর ফারুক @ বাবু (২৫) ।
এ সময় তাদের হেফাজত হতে ২০০ বোতল ফেন্সিডিলসহ ০১টি ট্রাক উদ্ধার করা হয় ।
সিএমপি সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের খুলশী থানাধীন আমবাগান এলাকায় হতে ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা রুজু করা হয়েছে ।