সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ১২:৩৪ পূর্বাহ্ন
উত্তর কোরিয়া বলেছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে আলোচনা করতে আগ্রহী যদি তাদের নিরাপত্তার প্রতি বিশেষ কিছু হুমকি ও বাঁধা ওই আলোচনায় স্থান পায়।
সোমবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই মন্তব্য করা হয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশা করছেন পিয়ংইয়ং এর সঙ্গে পারমাণবিক বিষয়ে দীর্ঘ বিলম্বিত আলোচনা আগামী কিছু দিনের মধ্যে শুরু হবে।
উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই এক সপ্তাহ আগে বলেছেন তারা এ মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ব্যাপক আলোচনা করতে আগ্রহী।