সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৭:২৩ পূর্বাহ্ন
মো:কাজু তুহিন,বেনাপোলঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সরবানহুদা গ্রাম থেকে ১৫ কেজি ৫ সত গ্রাম গাঁজা উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। রবিবার(১৫/৯/১৯ইং)তারিখ দুপুর ১ টার সময় বেনাপোল পোর্ট থানার এসআই পিন্টু লাল দাস, এর নেতৃত্বে (এএসআই) শরিফুল,(এএসআই) শাহিন ফরহাদ ও (এএসআই) রবিউল এঅভিযান চালাই, তারাবলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে সরবানহুদা পশ্চিম পাড়া গ্রামের আব্দুল রহমানের বাড়ির ছাদ থেকে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করি। অপর দিকে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান, জানান গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুরপুর সরবানহুদা গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।