রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৯:২৩ অপরাহ্ন
ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি আদায়ের জন্য গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন।
শ্রমিকরা তাঁদের ৬৬ জন চাকুরিচ্যুত সহকর্মীর চাকুরিতে পুনর্বহাল, নির্যাতন বন্ধ এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে তেজগাঁও শিল্প এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে নগরীর উত্তরাঞ্চলের সাথে মতিঝিল বানিজ্যিক এলাকা এবং কেন্দ্রস্থলের যানবাহন চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভরত শ্রমিকদের অধিকাংশই ছিলেন মহিলা এবং তাঁদের অবরোধ তুলে নেয়ার জন্য পুলিশের তরফে কয়েক দফা আহ্বান জানালেও শ্রমিকরা তাঁদের বিক্ষোভ অব্যাহত রাখেন। এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিপেটা শুরু করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। এ সময় পুলিশসহ অন্তত ৬/৭ জন আহত হওয়ার খবর দিয়েছে গনমাধ্যম। প্রায় চার ঘণ্টা বিক্ষোভ করার পর তাঁরা সড়ক অবরোধ তুলে নেন।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত একই দাবিতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছেন।