শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৮:০৭ অপরাহ্ন
বর্তমান বেআইনি ও অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় গতকাল বুধবার এক মানব বন্ধন কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে এমন বক্তব্য দিয়ে সরকারকে পরাজিত করতে সামনের দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়তে দলমত নির্বিশেষে সকল মানুষকে আহ্বান জানিয়েছেন । তিনি অবিলম্বে অসুস্থ খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
মির্জা ফখরুল গত দুই বছরেও রোহিঙ্গা সংকটের সমাধান করতে না পারার জন্য সরকারের কঠোর সমালোচনা করে বলেন বৈধতা হীন এই সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সমস্যার সমাধান বার বার বার্থ হচ্ছে। তিনি বলেন একই কারনে ভারতের কিছু নেতা নাগরিক পুঞ্জির নামে হুমকি দিচ্ছেন কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তারা ঠেলে ফেরত পাঠাবেন। তিনি বলেন আজকে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য গভীর চক্রান্ত শুরু হয়েছে।