পশ্চিমবঙ্গের ডেঙ্গু পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। এনিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। উত্তর ২৪পরগনা জেলারসীমান্তএলাকায়ডেঙ্গুর বাড়বাড়ন্তের জন্য এদিন উদ্বেগও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ বিধানসভা অধিবেশন চলাকালীন ডেঙ্গু নিয়ে আলোচনা শুরু হয়। মুখ্যমন্ত্রী তথ্য-পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘এপর্যন্ত রাজ্যজুড়ে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১০৫০০। ডেঙ্গুতে সরকারি হাসপাতালে মৃতের সংখ্যা ১৩ এবং বেসরকারি হাসপাতালে এর সংখ্যা ৪। সবমিলিয় এখনও পর্যন্ত মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত এলাকা বনগাঁ-সহ সীমান্ত এলাকায় ডেঙ্গুর ধরন আলাদা।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ নাগরিকের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। অনেকেই নিজেদের বাড়ির মধ্যে জমা জল পরিষ্কার করেন না। যার জেরে মশার উপদ্রব বেড়ে ডেঙ্গু আরও ছড়িয়ে পড়ছে। এবিষয়ে তিনি আরও ব্যাপকভাবে জনসচেতনতা প্রচারে জোর দেন। প্রসঙ্গত বলা যেতে পারে গত কয়েক সপ্তাহে ডেঙ্গুতে মৃতদের বেশিরভাগই রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত অঞ্চল বাগদা, বনগাঁ, গাইঘাটার বাসিন্দা। শুক্রবার দুপুরেও কলকাতার বেসরকারি হাসপাতালে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।