শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ১১:১৮ অপরাহ্ন
এইচ.আর.হিরু.গাইবান্ধাঃ
গাইবান্ধায় এক অগ্নিকান্ডে ভয়াবহ তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন খোকনমিয়া (৫০)।সে গাইবান্ধার খোলা হাটি ইউনিয়ানের রথেরবিজার এলাকার মতিয়া ররহমান (বাদশার),পুত্র।একই ঘটনায় আহত তার স্ত্রী জুঁই বেগম (৪০) রয়েছেন মৃত্যুর পথ যাত্রি হয়ে।
গত শনিবার (৩১আগস্ট) ভোরেরংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় খোকন। পরিবার সুত্রজানান গতশুক্রবার (৩০আগস্ট) ভোরে এলপি গ্যাস সিলিন্ডারের লিকেজথেকে ওই দম্পতির বাড়িতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিস রাতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।এতক্ষনে স্বামী ও স্ত্রী গুরুত্বর আহত হয়।স্হানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে রংপুর মেডিকেলকলেজ হাসপাতালে ভর্তি করান।শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে খোকন মিয়ার মৃত্যু হয়।স্ত্রী জুঁই বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।