বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৫:১০ পূর্বাহ্ন
রপ্তানি আয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬৬টি প্রতিষ্ঠানের মাঝে সম্মানজনক জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো’র যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ২৮টি ক্যাটাগরিতে পুরস্কার দেন শেখ হাসিনা।
জাতীয় রপ্তানি ট্রফি ২০১৬-১৭ এর জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৯টি স্বর্ণ, ২১টি রৌপ্য এবং ১৬টি ব্রোঞ্জ ট্রফি জিতেছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মফিজুল ইসলাম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বেগম ফাতিমা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।