সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০১:১৬ পূর্বাহ্ন
সুদান থেকে ৩৫৬জন শরণার্থী নিয়ে যে জাহাজটি মাল্টায় নোঙ্গরের অনুমতি চেয়েছিলো, মাল্টা সরকার তা অনুমোদন করেছে ।৬টি ইউরোপীয় দেশ এসব শরণার্থীদের আশ্রয় দেবে, এই অঙ্গীকার পাবার পর,নরওয়ের পতাকাবাহী জাহাজ, OCEAN VIKING কে নোঙ্গরের অনুমতি দেয়া হয় । অনুমতি লাভের আগে জাহাজটি অসুস্থ ও আতঙ্কগ্রস্ত শরণার্থীদের নিয়ে দু সপ্তাহ ধরে ভুমধ্যসাগরে অবস্থান করছিলো ।
ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, পর্তুগাল ও রোমানিয়া এসব শরণার্থীদের আশ্রয় দিতে সম্মত হয়েছে ।