অ আ আবীর আকাশ
স্বাধীনতার যুদ্ধে খেলা এমন সাহস কার?
জীবন মরণ বুক পেতে নেয়,সকল সময় পার।
এমন এক দস্যি ছেলে সাহস ভরা বুক
যার নামেতে ছড়িয়ে পড়ে আনন্দের উৎসুক।
স্বাধীনতার যুদ্ধে খেলা বোমা বারুদ গুলি
পাখির মতো মানুষ মারে ;বন্ধ করে বুলি।
এতো রক্ত এতো লাশ তবু সে ভাবে
`আমার এদেশ থেকে কবে শত্রু পালাবে। ‘
জ্বালাও পোড়াও দেখতে দেখতে একদিন গেলো রেগে-
` বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো ‘
বললেন ঝড়ের বেগে।
আমজনতা কৃষক শ্রমিক এক কাতারে এসে
নয় মাস যুদ্ধ করে শত্রু পালালো শেষে।
ত্রিশ লাখ জীবন দিলো, কতো নারীর—
এসব দিয়েই স্বাধীনতা ; আজকে বাড়াবাড়ির!
সে ছেলেটা অমর হয়ে থাকবে চিরকাল
মুক্তিযুদ্ধ নেতৃত্ব বাংলা আর বাঙাল।
জুলুম নির্যাতন আর কারাবাসেও সে
বাংলাদেশের স্বাধীনতায় খিলখিলিয়ে হাসে।
সে আমাদের সে তোমাদের প্রিয় রাষ্ট্রনেতা
শেখ মুজিবুর রহমান বিনে কই কার কথা!
————————–
বঙ্গবন্ধু তোমায় সালাম
অ আ আবীর আকাশ
খেতে বসে ভাবনা আসে
এমন মানুষ কই
চারপাশের সব খেলো কী না
ভাতের লোকমা লই।
কাজের টুনি গার্ড দারোয়ান
সবার খাওয়া চাই
কে রাখে কার খবর এমন
সে লোক কোথা পাই।
এমন বাংলাদেশের ইতিহাসে
ক’জন আছে
তাদের কথা পড়লে মনে
গর্বে বুক নাচে।
বঙ্গবন্ধু অন্যতম
তুলনা সে নিজে
তার ভাতৃ বন্ধুত্বে
দু’চোখ আসে ভীজে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর
তোমায় হাজার সালাম
তোমার সঠিক নেতৃত্বে
আমরা এদেশ পেলাম।