শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৩:৫১ অপরাহ্ন
মালয়েশিয়ার এক জংগল রিসোর্ট থেকে এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া ১৫ বছর বয়সী ফ্রেঞ্চ-আইরিশ তরুনীর ময়নাতদন্ত হয়েছে বুধবার।
নোরা এ্যান কুওইরিন নামের মেয়েটির বিবস্ত্র মৃতদেহ পাওয়া যায় মঙ্গলবার নেগেরি সেমবিলান অঞ্চলের দুসান রিসোর্টের দুই কিলোমিটার দূরে একটি ঝর্নার পাশে। পরে হাসপাতালে তার বাবা মা তাকে শনাক্ত করেন।
শারিরিক ভাবে অটিজমের শিকার মেঢয়েটি ৪ই আগষ্ট নিখোঁজ হয়। পুলিশ নিখোঁজ বললেও মেয়েটির বাবা মা বলছেন তাকে অপহরণ করা হয়েছিল।