জানা যায়,তালতলী-আমতলী মহাসড়কের পাশে এই গরুর হাটটি বসে ।এই গরুর হাটটির ইজারা পায় তৌহিদুল ইসলাম তুহিন জোমাদ্দার
সরেজমিন গিয়ে দেখা যায়,রাস্তার দুই পাশে সারি সারি গরু বেধে রাখা হয়েছে।গরুর নিরাপত্তা স্থান ভেবে অর্ধেক রাস্তা সরু হয়ে গেছে।রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে দু:সাধ্য হয়ে পড়ছে।এ ছাড়া ব্যাটারিচালিত ইজিবাইক মাহেন্দ্র অটোরিকশা পার্কিং করায় বিঘ্ন ঘটে।স্কুল ও কলেজের পড়ুয়া ছেলেমেয়েদের চলাচলে কষ্ট হয়।গরুর হাট থেকে তালতলী ২০শয্যা হাসপাতালটি খুব কাছাকাছি হওয়ায় রোগীদের হাসপাতালে নিতে দুর্ভোগ হয়।
জমির ভোক্তা মি:মংখেনলা তালুকদার বলেন গরুর বাজারটি আমার জমি উপর।আমাকে ইজারাদার বাৎসারিক অনুদান দেয়।
ইজারা পরিচালক মো.তৌহিদুল ইসলাম শাহিন জোমাদ্দার বলেন,আমাদের গরুর বাজারটি চালানোর জন্য কোনো সমস্যা নেই এইমুহুর্তে।গরুর বাজারের জন্য নিদিষ্ট কোনো ভাল জায়গা নেই।তাই জমির মালিককে বাৎসারিক কিছু অনুদান দিয়ে গরুর বাজারটি পরিচালনা করছি।আমরা নিজেরাই সমাধানের চেষ্টা করতেছি।
বড়বগী ইউপি চেয়ারম্যান বলেন এ বিষয় ইউএনও মহাদয়ের সাথে আলাপ করে জানবো