মল্লিক মো.জামাল বরগুনা প্রতিনিধিঃ তালতলী উপজেলা পরিষদের স্বতন্ত্র নব-নির্বাচিত ভাইস্ চেয়ারম্যান, মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক গত ২৯ জুলাই সোমবার দায়িত্ব গ্রহণের প্রথম দিন বিকেলে তার ব্যাক্তিগত কার্যালয়ে তালতলী রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় কালে রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক মোঃ ছিদ্দিকিুর রহমান, সাবেক সভাপতি কে.এম.রিয়াজুল ইসলাম রাজু, সিনিয়র-সহ সভাপতি ডাঃ মোঃ ইদ্রিসুর রহমান হৃদয়, সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোঃ জামাল, প্রচার সম্পাদক মোঃ মাহামুদুল হাসান উপস্থিত ছিলেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, তালতলীর মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছি তাই আমি আমার সাধ্যমত সততা ও নিষ্ঠার সাথে আমার এ নির্বাচনী এলাকা তালতলীতে মানুষের কল্যাণে কাজ করতে চাই । এ জন্য আপনারা স্থানীয় সাংবাদিক বন্ধুরা সহ আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।