শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৯:২৩ পূর্বাহ্ন
ভারতকে অনেকখানি স্বস্তি দিয়ে আন্তর্জাতিক আদালত পাকিস্তানকে ভারতের গুপ্তচর বলে বর্ণিত কুলভূষণ যাদবের প্রাণদণ্ড পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে। ভারতীয় নৌবাহিনীর অফিসার কুলভূষণ যাদবকে পাকিস্তান ২০১৬ সালের মার্চ মাসে গুপ্তচর বলে আটক করে। তার ঠিক এক বছর পর পাকিস্তানের সামরিক আদালতে তাঁর প্রাণদণ্ড হয়। ভারত ওই দণ্ড মকুব করে কুলভূষণকে নিরাপদে ভারতে ফেরৎ পাঠানোর জন্য জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে আবেদন জানায়। সেই থেকেই প্রাণদণ্ডে স্থগিতাদেশ জারি ছিল। তবে পাকিস্তান তাঁর সঙ্গে ভারতীয় দূতাবাসের কাউকে দেখা করতে দেয়নি। আজ আন্তর্জাতিক আদালত এই বিষয়ে রায়ে জানায়, জেনিভা চুক্তি অনুযায়ী কুলভূষণের জন্য ভারতীয় কনসুলার অ্যাকসেস দিতে হবে পাকিস্তানকে। তাঁর প্রাণদণ্ডও পুনর্বিবেচনা করতে হবে। ততদিন স্থগিতাদেশ বহাল থাকবে। বস্তুত আন্তর্জাতিক আদালত জাতিসংঘের সদস্য দেশগুলোর বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করে না। তাই সব দাবি না মানা হলেও এই রায়কে ভারতের জয় হিসেবেই দেখা হচ্ছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, এই রায়ে তিনি খুবই খুশি। তাৎপর্যজনক ভাবে আজ ১৭ই জুলাই সারা বিশ্বে আন্তর্জাতিক বিচার দিবস পালিত হচ্ছে। এই দিনেই আন্তর্জাতিক আদালতে ভারত বিচার পেল।