শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৩:৪০ পূর্বাহ্ন
বিচারার্থে প্রত্যার্পন আইন প্রস্তাবের বিরুদ্ধে হংকং চীন সীমান্তের কাছের শা টিন শহরে রবিবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ে লাঠিপেটা করে তাদেরকে ছত্রভঙ্গ করে।
বিলটি স্থগিত করা হয়েছে। তবে প্রতিবাদকারীরা এবার হংকং এ চীনের প্রভাব বন্ধের নতুন দাবী তুলেছেন।
সাবেক এই বৃটিশ কলোনী ১৯৯৭ সালে চীনা সার্বভৌমত্বে ফিরিয়ে দেবার পর ৫০ বছরের শায়ত্বশাষণ দেয়া হয়। তবে অনেক হংকং নাগরিক ভয় পান যে চীন ধীরে ধীরে তাদের অধিকারের ওপর হস্তক্ষেপ করছে এবং তাদের ভূখন্ডও দখলে নিতে পারে।