বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৪:৪০ পূর্বাহ্ন
এইচ. আর.হিরু.গাইবান্ধাঃ
গাইবান্ধার সাদুল্লাপুরের প্রস্তাবীত নলডাঙ্গা উপজেলার প্রতাপ গ্রামে একই দিনে একই গ্রামে ৪ ব্যক্তির
মত্যুর ঘটনায় এলাকা জুরে চলছে শোকের মাতম।যা অাজ শোকের গ্রামে পরিনত হয়েছে।
খোঁজনিয়ে জানা গেছে গাইবান্ধার প্রস্তাবীত নলডাঙ্গা উপজেলার প্রতাপ গ্রামে অাজ রোববার সকাল
থেকে সন্ধ্যা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা গুলো ঘটে। সকালে গ্রামের মো.মমতাজ অালী মেদুর স্ত্রী নুর ভানু
(৫৪), বিকালে মৃত জমির উদ্দিনের স্ত্রী (৭০).ও নিকট বর্তী কিয়াস ব্যাপারীর ছেলে সেকেন্দার (৫৬)
এবং বিকালে ফুটবল খেলতে গিয়ে সাজু মিয়ার ছেলে সোয়ানমিয়া (২২) অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর
মেডিকেল কলেজ হাস পাতালে নেয়ার পথে নলডাঙ্গা বন্দরে সন্ধ্যায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। একই
দিনে একই গ্রামে এরকম ৪ টি মৃত্যুর ঘটনায় গ্রামটি শোকের গ্রামে পরিনত হয়ে এলাকার অাকাশ
বাতাস ভারি হয়ে উঠেছে।