আসাদুজ্জামান মাসুদঃ রাজধানীর খিলগাঁও থানাধীন ইদারকান্দি গ্রামে রুবেল হত্যার অভিযোগে একই গ্রামের আল-আমিন (৩৮),শামীম (৩৫), নামে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব- ৩, র্যাবের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। রাজধানীর কাওরানবাজারে র্যাবের এক সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানান লেঃ কর্নেল ইমরানুল হাসান,তিনি আরো জানান ১১ ই মার্চ রাতে হত্যাকারীদের নিজ বাসায় রুবেলকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে জান্নাত জামে মসজিদের পশ্চিম পাশে শামীমের নির্মাণাধীন রান্নাঘরে লাশ ফেলে রেখে অপপ্রচার চালায় যে রুবেল বিদ্যুৎ থাকা অবস্থায় বিদ্যুতের তার ধরে মারা গেছে এবং রুবেলের বাবা নাজিমউদ্দিনকে খুনিরা ২ লক্ষ টাকা দিবে এই লোভ দেখিয়ে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং রুবেলের বাবাকে দিয়ে খিলগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা করায়, এ বিষয়ে রুবেল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার ওসি তদন্ত জাহাঙ্গীর কবির খান মিডিয়াকে বলেন রুবেলের বাবা প্রথমে বুঝতে পারেনি যে তার ছেলেকে খুন করা হয়েছে তাই তার ছেলেকে ময়না তদন্ত ছারাই লাশ দাফন করতে দিতে থানা আবেদন করেন। এদিকে এলাকাবাসী অভিযোগ খুনি আল-আমিন রুবেলের বাবাকে ২ লক্ষ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার প্রস্তাব করে এতে রুবেলের দরিদ্র বাবা লোভে পরে প্রস্তাবে রাজি হয়ে পুলিশের কাছে অভিযোগে তথ্য গোপন করে মামলায় ঘটনা ও স্থান পরিবর্তন করে অপমৃত্যু মামলা করেন।