গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বিভিন্ন ইউনিয়নে হাটে-বাজারে,পথে-প্রান্তরে সদর উপজেলা নির্বাচনী প্রচারণা উপলক্ষে “নৌকা মার্কার প্রার্থী” ঠাকুরগাঁও সদর উপজেলার সংগ্রামী সভাপতিএ্যাড.অরুনাংশ দত্ত টিটো(১৯ ফেব্রুয়ারি) মঙ্গলবার রায়পুরের ভাউলার হাটে নৌকা মার্কার গণসংযোগকালে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এলাকার উন্নয়নে অবদান রাখার সুযোগ দিতে নৌকা মার্কার প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ফারুক আহমেদ বলেন, “চলো সবাই এগিয়ে যাই, টিটু দাদার সালাম জানাই” ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। অরুনাংশু দত্ত টিটোর পদচারণায় এলাকায় স্লোগানে মুখরিত হয়ে “বৈঠা ধরো আরেক বার, জয় হবে টিটো দাদার। “জয় হবে জনতার” এস্লোগানকে সামনে রেখে, স্থানীয় নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।