জামালপুর প্রতিনিধ,মোঃঅায়নুল ইসলাম
জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেল দুঘর্টনায় মো. আলামিন (১৮) নামে মোটর সাইকেল চালকের মৃত্যু ও আরোহী আবু বক্কর (১৯) গুরুতর আহত হয়েছেন। উপজেলার গুনারিতলার কালতামারি গ্রামে সোমবার সকালে দ্রুতগামী মোটরসাইকেল গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আলামিন কাতলামারি গ্রামের আব্দুল বারেক মুন্সির ছেলে। সে ঠাকুরগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আলামিন বন্ধু আবু বক্করকে নিয়ে মোটরসাইকেল যোগে মাদারগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে কাতলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনার শিকার হয়। দূর্ঘটনায় আলামিন ও তার বন্ধু আবু বক্কর গুরুতর আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আলআমিনের অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নি:শ্চিত করেছেন।