গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২০ ফ্রেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে এগারোটায় ঠাকুরগাঁও বিডি হলে ঠাকুরগাঁও এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে জেলার বিভিন্ন এলাকার ৯টি মাদ্রাসা,৭টি মাধ্যমিক বিদ্যালয় সহ মোট ১০১ টি শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় শিক্ষার্থীদের মাঝে আজকে ৬০০জন সহ ৩৫০০ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ বিতরণের আয়োজন করা হয়েছে। ঠাকুরগাঁও সদর,এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এপি, ম্যানেজার লিওবাট চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক ডঃ কেএম কামরুজ্জামান সেলিম স্কুল ব্যাগ সহ
সমাপনী পরীক্ষায় গোল্ডেন প্রাপ্ত ৮০ জন শিক্ষার্থীকে ডিকশনারি বই প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি, মনসুর আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,জবেদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জাহাঙ্গীর আলম। এসময় প্রধান অতিথি, ডঃ কে এম কামরুজ্জামান সেলিম, বক্তব্যের শুরুতে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের এধরনের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।কোমলমতি শিশুদের মাঝে স্কুল ব্যাগ প্রদান করায় তারা স্কুলে আসতে উৎসাহিত হবে।। সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের প্রচেষ্টায় এ কার্যক্রম সহায়ক হবে বলে তিনি মনে করেন।প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁওয়ে দায়িত্বে নিয়োজিত শিক্ষক – শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের ভালো আচরণের মাধ্যমে শিক্ষা প্রদান করতে হবে। এ সময় শিক্ষার্থীর অভিভাবকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
