এশিয়ান সংবাদ জামালপুর প্রতিনিধিঃমোঃঅায়নুল হক
জামালপুর সদর উপজেলার সুলতান নগর ইপিজেড এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিনের পাইপ পড়ে নজরুল ইসলাম নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ এলাকাবাসী বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও নিহতের পরিবারের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। গ্রামবাসী ও নিহতের পরিবার জানিয়েছে, সুলতান নগর গ্রামের দিনমজুর নজরুল ইসলাম সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বোরো ক্ষেতে কাজ করছিল। এসময় বালু উত্তোলনের ড্রেজার মেশিনের একটি লোহার পাইপ তার উপড় পড়ে যায়। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলাবার(১৯ ফেব্রুয়ারি)ভোর রাতে নজরুল ইসলাম মারা যান। সকালে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে বিক্ষুব্ধ হয়ে উঠে এলাকাবাসী। নজরুলের অকাল মৃত্যুর জন্য এলাকাবাসী ঠিকাদারী প্রতিষ্ঠানকে দায়ী করে দৃষ্ঠান্তমুলক শাস্তি এবং মৃত নজরুলের পরিবারের ক্ষতিপুরণসহ অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানান। ইপিজেড এলাকার মাটি ভরাটের ঠিকাদারী প্রতিষ্ঠানের সুপার ভাইজার বারেক বিশ্বাস পাইপ বসানোর ক্রটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে স্বীকার করেন এবং নিহতের পরিবারকে ক্ষতিপুরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কোন সুদোত্তর দিতে পারেননি বারেক বিশ্বাস