বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১, ১১:৫৯ অপরাহ্ন
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রারচর গ্রামে নাসির শিকদার ও আলমগীর খলিফার বাড়িতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ৩ টার মধ্যে চুরি সংঘঠিত হয়েছে।
দুই পরিবারের মালিকদের দেশিও অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৩ লক্ষাধিক নগদ টাকা ও স্বর্ণের গহনা চোরের দল নিয়ে যায় বলে জানায় তারা।
নাসির শিকদার জানান, রাত ২ টায় খালে মাছ ধরার নৌকা ঘাটে বেধে তার বাড়ীর পুকুরে হাত পা ধুয়ে বাড়ী ঢোকার সময় চারজন লোক মাফলার দিয়ে মুখ ঢেকে দেশিও অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ীর ভিতর নিয়ে হাতপা বেধে রেখে নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা ও ১ ভড়ি স্বর্ণ অলংকার নিয়ে যায়।
অপর দিকে আলমগীর খলিফা জানান, প্রকৃতির সারা দিতে বাইরে নামলে চারজন লোক মাফলার দিয়ে মুখ ঢেকে দেশিও অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ীর ভিতর নিয়ে হাতপা বেধে রেখে নগদ ৩৫ হাজার টাকা ও তার স্ত্রীর স্বর্ণের অলংকার নিয়ে যায়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)পুলুক চন্দ্র জানান, খবর শুনেই ঘটনা স্থল পরিদর্শন করি এ ব্যাপারে অজ্ঞাত আসামি। আমরা আসামীদের ধড়ার চেষ্টায় আছি।