রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১২:৫৪ পূর্বাহ্ন
স্কটল্যান্ডের গ্লাসগো বিমানবন্দর থেকে সোমবার সকাল ৮ টা ৫৫ মিনিটে টেনেরিফের উদ্দেশে উড়ে যাচ্ছিল এলএস১৫৫ বিমানটি। কিন্তু ঘণ্টাখানেক উড়ে যাওয়ার পর যাত্রীদের চা-কফি দিতে গিয়ে বিমান কর্মীরা দেখলেন বিমানে মজুত পানি সব শেষ। এমনকি, বাথরুমেও পানি নেই একফোঁটা। বিমানটি তখন আয়ারল্যান্ডের পশ্চিমাঞ্চল দিয়ে উড়ে যাচ্ছিল।
সঙ্গে সঙ্গে নিকটবর্তী এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন বিমানচালকরা। তার পরই বিমানের অভিমুখ পরিবর্তন করে ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।
যদিও এই ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিরক্তি উগরে দিয়েছেন ওই বিমানের যাত্রীরা।