শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০১:১০ অপরাহ্ন
ঢাকা, ১১ ফেব্রুয়ারি: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে আজ বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজধানীর মিরপুর-১, শাহ আলী মাজার গেট ও সনি সিনেমা হল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ৩৫০টির অধিক অবৈধ স্থাপনা অপসারণ করে প্রায় ৪০ হাজার বর্গফুট জায়গা উদ্ধার করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে অন্যান্যের মধ্যে আসলামুল হক এমপি, ভারপ্রাপ্ত মেয়র মোঃ জামাল মোস্তফা, ওয়ার্ড কাউন্সিলর টিপু সুলতান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ উপস্থিত ছিলেন।
ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।