আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে ম্যাচ। এই সফরে টাইগারদের খেলতে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিনটি টেস্ট ম্যাচ।নিউজিল্যান্ডের সময় অনুযায়ী প্রথম ওয়ানডে ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় সকাল ৭টায়। এছাড়া বাকি সবকটি ম্যাচ শুরু হবে ভোর চারটায়। নিউজিল্যান্ডে শেষ সফর করেছিল টাইগাররা ২০১৬ সালের ডিসেম্বরে । তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওই সফরে সব ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হতে হয়েছিল টাইগারা।
সিরিজসূচি-
ওয়ানডে সিরিজ
ওয়ানডে |
তারিখ |
সময় |
ভেন্যু |
প্রথম |
১৩ ফেব্রুয়ারি |
সকাল ৭টা |
নেপিয়ার |
দ্বিতীয় |
১৬ ফেব্রুয়ারি |
ভোর ৪টা |
ক্রাইষ্টচার্চ |
তৃতীয় |
২০ ফেব্রুয়ারি |
ভোর ৪টা |
ডানেডিন |
টেস্ট সিরিজ
টেস্ট |
তারিখ |
সময় |
ভেন্যু |
প্রথম |
২৮ ফেব্রুয়ারি–৪ মার্চ |
ভোর ৪টা |
হ্যামিল্টন |
দ্বিতীয় |
৮–১২ মার্চ |
ভোর ৪টা |
ওয়েলিংটন |
তৃতীয় |
১৬–২০ মার্চ |
ভোর ৪টা |
ক্রাইষ্টচার্চ |