বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১, ০২:৫০ পূর্বাহ্ন
এইচ.আর.হিরু. সাদুল্লাপুর প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা গতকাল উপজেলার খোর্দ্দকোমর পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইউনিয়নের মাদ্রাসাসহ মোট ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার. সাদেকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন খোর্দ্দ কোমর পুর হামিদা চৌধুরী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, কিশামত দূর্গা পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনারুল ইসলাম, মোফাখখারুল ইসলাম, ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদা আকতার, গোপাল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাহার বেগম ।
প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক শিক্ষক এবং সুধীজন উপস্থিত ছিলেন। শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় প্রাথমিক শাখায় বড় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক শাখায় খোর্দ্দকোমর পুর বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। অনুষ্ঠনটি সঞ্চালনা করেন পাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই।