জামালপুর প্রতিনিধি //মোঃঅায়নুল ইসলাম
জামালপুর জেলা মেলান্দহে ঘোষের পাড়া ফজিলা নছিম রইচ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮জন এস.এস.সি পরীক্ষার্থি২০ ১৯/০১/৫ অাজ সকাল ৯ঃ০০ঘটিকার সময় হাজরাবাড়ী কেন্দে যাওয়ার সময় অটো বহনকারী মারত্বক দূর্ঘটনায় ৮জন পরীক্ষার্থি অাহত হয়। ৭জন পরিক্ষার্থী পরিক্ষা দিতে পারলেও লাভলু হাসান(১৬) নামে এক পরিক্ষার্থী গুরুতর অাহত হওয়া পরীক্ষা অংশগ্রহণ করতে পারিনি।।অবস্থা গুরতর দেখে স্থানীরা তাকে জামালপুর সদর হাসপাতালে নিয়ে যায়। লাভলুর পরিবার সূত্রে জানা যায়,তার বাম পা দুই জায়গায় পুরোপুরি ভেঙে গেছে এবং বাম হাত ভেঙে গেছে।।লাভলু অসহায় দরিদ্র পরিবারের কোরবানের অালী সন্তান।।।