জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে মেলান্দহে উপজেলার ঘেষেরাপাড়া ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহিত ঝিনাই নদী। এই নদী এখন কৃষি জমিতে পরিণত হয়েছে। ধানের বীজতলায় ছেয়ে গেছে নদীর বুক। সকাল থেকেই কৃষকের ব্যস্ততা বীজতলাগুলোতে। ভোরের কুয়াশায় ভিজে একাকার বীজতলার কচি পাতা। যেন সবুজের সমারোহে শীতের হানা।
শুধু এই না উপজেলার অধিকাংশ নদ-নদীর একই চিত্র। দিন দিন পানি শূন্যতা আর ড্রেজিং না হওয়ায় নদী হারিয়েছে নাব্যতা। ফিকে হয়ে বসেছে নদীর চিরচেনা যৌবন।
এক সময় ঝিনাই নদী ছিল যৌবনে টউ টম্বুর কিন্তু বর্তমানে তা আর নেই। দীর্ঘদিন থেকে ঝিনাই নদী খনন না করার ফলে নদী তার গতিপথ হারিয়ে ফেলেছে।এক সময়ের খরস্রোতা ঝিনাই নদীতে নৌকা নেই। নেই মাঝির ভাটিয়ালি গান। এখন আর জেলের জাল পড়ে না নদীর বুকে। যৌবন হারিয়ে ঝিনাই এখন মৃত প্রায়