সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৬:৫৩ অপরাহ্ন
রাজধানীর ঢাকার উত্তরা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এবিটি এর চার সন্দেহভাজন সদস্যকে শুক্রবার ভোরে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। র্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক লেখায় বিয়ে সংক্রান্ত হাদিস নিয়ে মন্তব্যের জন্য ওই পত্রিকার সম্পাদককে হত্যার পরিকল্পনা করেছিল। তিনি অবশ্য সংবাদপত্র কংবা সম্পাদকের নাম প্রকাশ করেননি। মুফতি মাহমুদ খান বলেন সম্পাদক ছাড়াও তাঁরা কথিত ইসলাম বিদ্বেষী ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যার পরিকল্পনাও করেছিল । তিনি বলেন জিজ্ঞাসাবাদে তারা আরও জানিয়েছে এবিটি সংগঠনটির আমির মুফতি জসীমউদ্দীন রাহমানী যিনি বর্তমানে কারাভোগ করছেন তাকে মুক্ত করারা পরিকল্পনা করেছে এবং এ জন্য সংগঠনটি অর্থ সংগ্রহ করছে। উল্লেখ্য এর আগে এবিটি বিভিন্ন সময়ে কয়েকজন লেখক, প্রকাশক, ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্টকে হত্যা করেছে।