বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৩:২১ পূর্বাহ্ন
মোঃ আইনুল ইসলাম জামালপুর জেলা প্রতিনিধিঃ গত বুধবার মেলান্দহে ঘোষেরপাড়া ইউনিয়নের করিমুজ্জামান তালুকদার উচ্চ বিদ্যালয়ে নিউজ সংগ্রহ করতে গেলে এশিয়ান সংবাদের সাংবাদিক মোঃ আইনুল ইসলাম ও দৈনিক প্রভাতী খবর সাংবাদিক মোঃ ইমরান মাহমুদ এবং দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন এর সাংবাদিক এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।গত বুধবার দুপুর ২:৩০ এর সময় করিমুজ্জামান তালুকদার উচ্চ বিদ্যালয়ে নিউজ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে ।
নিউজ সংগ্রহের কাজ শেষ করে ফেরার পথে আমাদেরকে হামলাকারী মামুন ডাক দিয়ে দ্বার করায় মামুনের সহয়োগীতায় খায়েরপাড়া গ্রামের, এলু,(৪০) বেলু(৪৫), মামুন (১৯), সোলাইমান (১৮), ও রনি (২০) তারা পরিকল্পিত ভাবে সাংবাদিকের উপর সন্ত্রাসী এই হামলা চালায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় আমরা জীবন নিয়ে বেঁচে আসি।
মেলান্দহ থানায় এই সন্ত্রাসী হামলাকারীদের নামে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।