বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৮:০২ পূর্বাহ্ন
আসামে ২০০৮ সালের ধারাবাহিক বিস্ফোরণে অসংখ্য মানুষকে হতাহত করার অপরাধে বোড়ো জঙ্গি নেতা রঞ্জন দৈমারি সহ দশ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।আসামে বোড়ো জনজাতির জন্য পৃথক রাজ্যের দাবিতে জঙ্গি গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্রাটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ড বা (এনডিএফবি) যে রক্তাক্ত লড়াই চালাচ্ছিল, তা চূড়ান্ত রূপ নেয় ২০০৮ সালের ৩০ অক্টোবর। ওই দিন অসমের রাজধানী গুয়াহাটি ছাড়াও কোকরাঝাড়, বরপেটা ও বঙ্গাইগাঁও একযোগে আটটি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে। অষ্টাশি জনের মৃত্যু হয়, জখম হন সাড়ে পাঁচশো জন।
গুয়াহাটিতে সিবিআই বিশেষ আদালতের বিচারক অপরেশ চক্রবর্তী গত সোমবার দৈমারি ও তার অপকর্মের সঙ্গী এই ন’জনকে দোষী সাব্যস্ত করেছিলেন বুধবার তিনি তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন।