মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৭:৫৩ অপরাহ্ন
মল্লিক মোঃ জামাল বরগুনা (তালতলী) প্রতিনিধি
বরগুনার তালতলীতে পৃথক সড়ক দুর্ঘটনায় রাসেল হাং (১৫) কিশোর নিহত হয়েছেন। এ ছাড়াও অন্য দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার সন্ধ্যা ৮ টার দিকে তালতলী উপজেলার হেলোঞ্চাবাড়িয়া গ্রামে লাকরি বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে ড্রাইভারের সহকারী রাসেল ঘটনাস্থলেই মারা যান। নিহত রাসেল হাং পাশের গ্রামের ঝাড়াখালীর ইব্রাহীম হাংছেলে।
এর আগে শনিবার বিকেলে ৩টায় উপজেলার আমতলী তালতলী মহাসড়কের ট্রাক ও মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে আ: মান্নান (৪৮) সাহানারা বেগম (৩০) মাহেন্দ্র ড্রাইভার বেল্লাল (৩৫) আহত হয়েছেন। আহতরা তালতলী উপজেলার আলীর বন্দর ও গাবতলী এব অন্যজন কলাপাড়া উপজেলার বাসিন্দা।
তালতলী থানার ওসি( তদন্ত) হুমায়ুন কবির দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।