জাতিয় সংসদের সংরক্ষিত আসনের ঢাকা -২০ থেকে মনোনয়ন প্রার্থী বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের প্রেসিডিয়াম সদস্যএস এম রোকসানা । তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের প্রেসিডিয়াম সদস্য। রাজনৈতিক জীবনে মানিকগঞ্জ সিঙ্গাইরলের জনগনের জীবন যাত্র্রারার মান উন্নয়নের জন্য সারা জীবন আপ্রান-প্রয়াস চালিয়েছেন তার আন্তরিক প্রষ্ঠেটায় মানিকগঞ্জের সিঙ্গাইলের বিভিন্ন উন্নয়নের ছোঁয়া লেগেছে।মানিকগঞ্জ বাসির আজ প্রানে মানুষের রুপ ধারন করেছেন এস এম রোকসানা পারভীন।
ব্যক্তিজীবন
রোকসানা পারভিন বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধু আদর্শে অনুপ্রানিত হয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের যোগদান করেন। তিনি ঢাকা জেলার ধামরাই থানাধীন ইকুরিয়া গ্রামে ১৯৭২ সনের ১লা জানুয়ারি জন্ম গ্রহণ করেন। মুক্তিযুদ্ধে পাকিস্তানী আর্মিদের হাতে নিহত মোঃ মইজুদ্দিন বেপারীর নাতনি।
কর্মজীবন
রাজনীতিতে তিনি ছিলেন সবসময়ই বঙ্গবন্ধু আদর্শের সৈনিক।ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতির সংঙ্গে জড়িত । তার ব্যক্তিগত সততা, ধর্মীয়, সাম্প্রদায়িক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক নানা কারণেই মানিকগঞ্জের সিঙ্গাইল বাসির মনেপ্রানের মাঝে স্হান করে নিয়েছেন ।
রোকসানা পারভিন ওরফে রেখা তিনি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার বায়রা ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে পিপিপি এর অধীনে গ্রামীণ এলাকায় নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ করে আসছেন।
ধামরাইলে অনুরূপ প্রকল্প হাতে নিয়ে ১৯৯৩ সালে মেসার্স ঢাকা সার্ভিসেস কোম্পানি প্রতিষ্ঠা করে ব্যবসা শুরু করেন।
মেসার্স ঢাকা সার্ভিসেস কোম্পানি দেশের অন্যতম ঠিকাদারি, সরবরাহকারী প্রতিষ্ঠান। জনাব রোকসানা পারভিনের কোম্পানি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, ডিরেক্টর জেনারেল ডিফেন্স।পাসপোর্ট অধিদপ্তর সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের অন্যতম ঠিকাদার।
আই টি সেক্টরেও তার কোম্পানি আর এফ আই ডি এর মাধ্যমে লাইব্রেরী অটোমেশনে এ দেশে পথিকৃৎ; ডঃ মুহাম্মদ জাফর ইকবালের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শাহজালাল প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, সিলেট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী অটোমেশন করা হয় ।আর এফ আই ডি র পথ উম্মুক্ত করে দেশের আই টি সেক্টরে এক নতুন মাইল ফলক।
১৯৭৫ এর পট পরিবর্তনের পর তার পিতা ও স্বামীর পরিবারের উপর অমানবিক নির্যাতন চালানো হয় । ১/১১ এর পর স্বীয় অনুসারীদের নিয়ে মিছিল করেন যার প্রমাণ হিসেবে দৈনিক পত্রিকা ও টেলিভিশনে বহুল প্রচারিত হয়।
রোকসানা পারভিনের তিন ছেলে; বড় ছেলে শেখ রাহাত সম্প্রতি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ছাত্রাবস্থায় শেখ রাহাত বাংলাদেশ বঙ্গবন্ধু আওয়ামী সম্মিলিত আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। মেঝ ছেলে এস এম রেহান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ অর্থনীতিতে অনার্স পড়ছেন। কনিষ্ঠ পুত্র এস এম রাকিন ৮ম শ্রেণীতে অধ্যয়নরত। তাছাড়াও তিনি রাকুজ লিঃ, ১০০% রপ্তানিমুখি ডাইয়িং শিল্প প্রতিষ্ঠানের চেয়ারম্যান।
ধর্ম নিরপেক্ষতা, সামগ্রিক প্রবৃদ্ধি ও অগ্রগতিতে বিশ্বাসী এবং দরিদ্র্য বিমোচনের জন্য জনগণের অর্থনৈতিক মুক্তি জন্য কাজ করে যাওয়া তাঁর জীবনের অন্যতম লক্ষ্য ।