বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১, ১১:৫০ অপরাহ্ন
পাকিস্তান বৃহস্পতিবার স্বল্প দৈর্ঘ্যর বেলেষ্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, এর ফলে শত্রু ভাবাপন্ন প্রতিবেশী রাষ্ট্রের পক্ষ থেকে অপ্রত্যাশিত হামলা নিরুৎসাহিত করা যাবে আর সে কারণেই তারা পারমানবিক ক্ষমতা সম্পন্ন রকেট থাকতে পারে এমন ক্ষেপনাস্ত্র ব্যবস্থা থেকে ঐ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, “সামরিক মহড়ায় ঐ ক্ষপনাস্ত্রের নানা প্রত্যাশিত গুনাগুণ প্রত্যক্ষ করার জন্যই তা ছোঁড়া হয়। NASR হচ্ছে এমন একটি ক্ষেপণাস্ত্র যা নির্ভুল ভাবে অভীষ্ট লক্ষ্যে পরমাণু অস্ত্র ছুঁড়তে সক্ষম এবং দ্রুত রণকৌশল পরিবর্তন করতে পারবে।
বিশেষজ্ঞরা বলছেন, ঐ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে পাকিস্তানের সামরিক বাহিনী একই সময়ে একাধিক লক্ষ্যস্থলে আঘাত হানতে পারবে। ইসলামাবাদ সম্প্রতি NASR ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সক্ষমতা৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি করেছে।
ভারত রাশিয়ার তৈরি S-400 ট্রায়াম্ফ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্তে পাকিস্তান তাদের সতর্কতার মাত্রা বৃদ্ধি করেছে।