স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা শাখার জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের আয়োজনে পীরগঞ্জ উপজেলা জাসদের কার্যালয়ে আসন্ন-২০১৯ উপজেলা পরিষদের পরিষদের নির্বাচন প্রসঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় জাসদের সাধারন সম্পাদক মোঃ আব্দুল বারেক বক্তব্যে বলেন,আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাসদের পক্ষে পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুণ প্রার্থী গীতি গমন চন্দ্র রায় গীতি বিভিন্ন গ্রামগঞ্জের পাড়া,মহল্লায় গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।তিনি জাসদের মশাল প্রতীক নিয়ে নির্বাচন করবেন।তাই এ জন্যে জাসদের কেন্দ্রীয় সভাপতি মোঃ হাসানুল হক ইনুর প্রতি প্রতীক পাওয়ার প্রার্থনা করছেন।জাসদের পক্ষ থেকে তাকে মনোনয়ন দিলে জয় নিশ্চিত বলে শোনা যাচ্ছে।উক্ত সভায় জাসদ ছাত্র লীগের সভাপতি মোঃ আলমগীর হক চেয়ারম্যান পদপ্রার্থী গীতি গমন চন্দ্র রায় কে নির্বাচনে এগিয়ে যাওয়ার জন্যে অভিনন্দন জানান।পরে পীরগঞ্জের তরুণ নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক গীতি গমন চন্দ্র রায় গীতি বক্তব্যে বলেন আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে নির্বাচনে যেতে চাই। সভায় জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের বিভিন্ন নেতাকর্মী গন উপস্থিত ছিলেন।