বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০২:৫৪ পূর্বাহ্ন
টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।
রিটে বাংলাদেশে দাওয়াতে তাবলিগের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে পাঁচ দফা নির্দেশনা দিয়ে জারিকৃত পরিপত্র পুনর্বহালের আদেশ চাওয়া হয়েছে।
সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উত্থাপন করা হয়।
আদালত মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য করেছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। রিটে ধর্ম মন্ত্রণালয়, ধর্ম সচিবকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনটি দায়ের করেন ঢাকার তেজগাঁও এলাকার বাসিন্দা ইউনূস মোল্লা। রিট আবেদনে গত বছরের ১৮ সেপ্টেম্বর জারি করা পরিপত্র পুনর্বহালের নির্দেশনা চাওয়া হয়েছে।