মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৪:৩৭ অপরাহ্ন
মল্লিক মো.জামাল তালতলী(বরগুনা)প্রতিনিধি :বরগুনার তালতলীতে বাজারে এক দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের টিন কেটে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। জানা গেছে,গত রোববার রাত আনুমানিক ১টার দিকে তালতলী বাজারের কর্মকার পট্টি দাবিউস টেলিকম এন্ড ইলেক্ট্রনিক দোকান এ চুরির ঘটনা ঘটে। এব্যাপারে দোকানের স্বত্বাধিকারী মো.ছগির হোসেন বলেন,চোরের দল তার দোকানের সাইটের টিন কেটে নগদ দুই লক্ষ পাচশত টাকা ১৩টি স্যম্পনি মোবাইল সেট ও ২৩ হাজার টাকার রিচার্জ কার্ড চুরি করে নিয়ে যায়। এতে তার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।ঘটনা স্থলে পরিদর্শন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.রেজবীউল কবির জোমাদ্দার,সাধারন সম্পাদক মো.তৌফিকউজ্জামান তনু,তালতলী থানা ওসি( তদন্ত) মুহা: হুমায়ন কবির।
৫নং ইউনিয়ন চেয়ারম্যান মো.আলমগীর মিয়া( আলম মুন্সী) ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো.গোলাম মাওলা, বিশিষ্ট সমাজসেবক মো. মনির মাঝি।প্রমুখ
এদিকে থানা ভবনের মাত্র কয়েকশত গজ দূরে মেইন বাজার এ চুরি সংঘটিত হওয়ার ব্যবসায়ী মহলের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এব্যাপারে থানার ওসি (তদন্ত ) মুহা:হুমায়ুন কবির জানান ,ঘটনার দিন ওই এলাকায় নৈশ্য প্রহরী ও পুলিশের টহল দল ছিল । তবে তালতলী বাজারের সকল নৈশ্যপ্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। ইদানীং তালতলীতে চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য গত নভেম্বরের জোমাদ্দার মার্কেটের ৭টি দোকানের তালা ড্রিল দিয়ে কেটে খোলার চেষ্টা চালায় এর এর আগে অপরুপা টেলিকমে ২বার আদর্শটেলিকমে ১বার দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটে। তবেএ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।