মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৭:২৪ অপরাহ্ন
কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় হত্যার অভিযোগে মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আজ রোববার তাঁর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার কায়সার কামাল।
কাল সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে।
কায়সার কামাল বলেন, ‘নিম্ন আদালতে মামলাটির বিচার চলাকালে আমরা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছি। এ মামলায় নিম্ন আদালতে চারবার জামিন আবেদনের শুনানি পিছিয়েছে। জামিন শুনানি করতে রাষ্ট্রপক্ষ থেকে অহেতুক বিলম্ব করা হচ্ছে। সর্বশেষ গত ১৬ জানুয়ারি কুমিল্লার আদালতে এ মামলায় অভিযোগ গঠন ও জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু হয়নি। এখন হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হলো।
প্রসঙ্গত, অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে আইকন পরিবহনের একটি বাসে পেট্রলবোমা ছোড়া হয়। এতে আগুনে পুড়ে মারা যান আট যাত্রী। আহত হন আরো ২৭ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন।