শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১০:২০ পূর্বাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেয়াদোত্তীর্ণ ও ভেজালযুক্ত পণ্য রাখার দায়ে তিনটি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
ওই তিন দোকান হলো–বটতলা ফুড হোটেল, ফারুক জীবন ভ্যারাইটিজ স্টোর এবং হাসান ফার্মেসি।
সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, বিশ্ববিদ্যালয়ের বটতলা হোটেলে খাবারের মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা, ফারুক জীবন ভ্যারাইটিজ দোকানে মেয়াদোত্তীর্ণ জুস রাখার দায়ে ৫ হাজার টাকা এবং হাসান ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।(ইউএনবি)