শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৪০ পূর্বাহ্ন
ফ্রান্সের ইসোয়ার শহরের একটি সেলুনের বাথরুমে জল ঠিক ভাবে গড়াচ্ছিল না। তার পরেই ডেকে পাঠানো হয় এক কলের মিস্ত্রীকে। কিন্তু কলের মিস্ত্রী এসে যা দেখলেন, তাতে সকলের চক্ষু চড়কগাছ।
ঘটনাটি ফ্রান্সের ইসোয়ার শহরে সেলুনের ড্রেনে এক এক করে মাংসপিন্ড নজরে আসে ওই কলের মিস্ত্রীর। আর তার পরেই পুলিশকে ডাকা হয় ঘটনাটির তদন্ত করতে। পুলিশ এসে সেলুনের উপরতলায় গিয়ে দেখেন দেওয়ালময় রক্ত। বাড়ির পর্দাতেও রক্ত মাখামাখি। ফ্রিজের ভিতর ব্রেন আর লিভার দেখতে পাওয়ার পর পুলিশের চোখ কপালে ওঠে। আর তার পরেই বাড়ি মালিকের উপর সন্দেহ হয় পুলিশের।শহরেরই এক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রসিকিউটারের বয়ান অনুযায়ী, নেশা করবেন বলে বন্ধুর কাছে টাকা চেয়েছিলেন অভিযুক্ত। কিন্তু তা দিতে রাজি হননি তাঁর বন্ধু। রেগে গিয়ে তাঁকে খুন করেন অভিযুক্ত।
গত সপ্তাহেই ঘটে ঘটনাটি। ইসোয়ার শহরেরই এক সেলুনের কাস্টমার বাথরুমে গিয়ে দেখেন নর্দমা দিয়ে জল যাচ্ছে না। আর তার পরেই এক কলের মিস্ত্রিকে ডেকে পাঠান হয়। কলের মিস্ত্রি এসে দরজা খুলে কিছু মাংসের টুকরো দেখতে পান। ফরেন্সিক টেস্টে পরে দেখা যায়, এই মাংসপিন্ডগুলি মৃত ওই ব্যক্তিরই।
শহরের সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছে, রক্তমাখা তিনটে ব্যাগ ভর্তি করে এক ব্যক্তি ডাস্টবিনে ফেলছেন। ঠিক তার পরের দিনই ইসোয়ার ফেরার পথে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশসূত্রে জানা গিয়েছে, ৩৬ বছর বয়সী অভিযুক্ত আসলে মাদকাসক্ত এবং বেকার।