বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৬:৩৬ অপরাহ্ন
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে এ বছর চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। এ সূচকে দক্ষিণ এশিয়ার অবস্থা পূর্বের থেকে খারাপ হলেও বাংলাদেশের উন্নতি হয়েছে। ২০১৭ সালে বাংলাদেশের অবস্থান ছিল ২১-এ। চার ধাপ এগিয়ে এবার বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে ২৫তম স্থানে রয়েছে বাংলাদেশ। ইনস্টিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিসের তৈরি করা এ সূচকে এ বছর বাংলাদেশের পয়েন্ট ৫.৬৯৭।
গত বছর আইইপির জরিপে বাংলাদেশের স্কোর ছিল ৬.১৮১। দক্ষিণ এশিয়ার যে চারটি দেশে সন্ত্রাসবাদ কমেছে এবং নিরাপত্তার উন্নতি হয়েছে তার মধ্যে একটি বাংলাদেশ। অপর তিনটি দেশ হচ্ছে, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কা। উল্লেখ্য যে, প্রতিবছর আইইপি থেকে এই জিটিআই সূচক প্রকাশ করা হয়ে থাকে।