ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে দরিদ্র গুচ্ছগ্রামের ৪৫ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার রায়ের আয়োজনে উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ বটিনায় অবস্থিত গুচ্ছগ্রামের দরিদ্র ৪৫ টি পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ,আব্দুল্লাহ-আল-মামুন। এসময় তিনি বক্তব্যে বলেন, শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের দুর্ভোগ পোহাতে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আপনারা জেনে আনন্দিত হবেন যে, আমাদের মহানুভব জেলা প্রশাসক ডঃ কে এম কামরুজ্জামান সেলিম সারাদিন অফিসের রুটিন মাফিক কার্যক্রম শেষ করে
রাতের আরাম-আয়েশ ত্যাগ করে তিনি আমাদের শীতবস্ত্র কর্মসূচি পালনে সর্বাত্মক ভাবে সহযোগিতা করে আসছেন। এছাড়া গুচ্ছগ্রামের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সুষ্ঠুভাবে পালনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।