মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১, ০৫:০৯ পূর্বাহ্ন
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখাপত্র মোহাম্মদ নাসিম নতুন মন্ত্রিসভাকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিপুল ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের উন্নয়ন অগ্রযাত্রার প্রতি যে আস্থা জ্ঞাপন করেছে নতুন মন্ত্রিপরিষদের মাধ্যমে সেই আস্থার প্রতিফলন সফলভাবে রূপায়িত হবে।
গত দশ বছর যাবত জনগণের সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ সততা ও স্বচ্ছতার সাথে যেভাবে সরকার পরিচালিত হয়েছিল আগামীতেও তা অব্যাহত থাকবে বলে মোহাম্মদ নাসিম আশাবাদ ব্যক্ত করেন।