শনিবার, ০৬ মার্চ ২০২১, ০১:৩৬ পূর্বাহ্ন
আজ শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন সরকার গত ১০ বছরে দেশের ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় (প্রাইমারি স্কুল), ২৫৭টি উচ্চ বিদ্যালয় (হাইস্কুল) এবং ৩৩৩টি মহাবিদ্যালয়কে (কলেজ) জাতীয়করণ করেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সরকার এক লাখ ৬৫ হাজার ২২৫ জন সহকারি শিক্ষক ও চার হাজার ৪শ’ জন প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছে এবং প্রধান শিক্ষকদের চাকুরি দ্বিতীয় গ্রেডে উন্নীত ও সহকারি শিক্ষকদের বেতন দ্বিগুন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় ১৯টি আবাসিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন এছাড়াও সরকার গত দশ বছরে এক লাখ ৪২ হাজার প্রাইমারী স্কুল শিক্ষকের চাকুরি জাতীয়করণ এবং এক হাজার ৫শ’ নতুন বিদ্যালয় স্থাপন করেছে।
তিনি আরও জানান, সরকার চলতি ২০১৮-১৯ অর্থবছরে ৫৩ হাজার ৫৪ কোটি বরাদ্দ করেছে।
তথ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ি, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ৬০ শতাংশ নিয়োগ দিয়েছে নারী শিক্ষকদের।
এতে আরও বলা হয়, প্রাথমিক শিক্ষা খাতে কর্মরত পাঁচ লাখ ২৭ হাজার ৭৯৮ জন শিক্ষকের মধ্যে তিন লাখ ১৪ হাজার ২৯৯ জন নারী শিক্ষক।
এছাড়াও সরকার কওমি মাদরাসার দাওরায়ে হাদিস-কে মাস্টার্স ডিগ্রির সমমান করে ৩৫ লাখ মাদরাসা শিক্ষার্থীকে মূল ধারায় নিয়ে এসেছে।