সোমবার, ১২ এপ্রিল ২০২১, ১০:৩০ অপরাহ্ন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু’দিন আগেই বিদেশিদের আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন যোগ্যরা আসুন। সে দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা ছিল, এ দেশের সংস্থাগুলোকে যাঁরা সমৃদ্ধ করতে পারবেন, সেই সব ‘প্রতিভাবান’ এবং ‘যোগ্যতাসম্পন্ন’ ব্যক্তিরাই আমেরিকায় ঢুকতে পারবেন।
এ বার মার্কিন প্রেসিডেন্ট আহ্বান জানালেন, বিদেশ থেকে মার্কিনি কলেজে ভর্তি হওয়া পড়ুয়ারা শিক্ষার পাঠ চুকিয়েই যেন তাঁদের দেশে ফিরে না যান। তাঁদের প্রতি প্রেসেডেন্টের বার্তা এ দেশে থাকুন। আমেরিকার উন্নয়নের জন্য কাজ করুন।
অভিবাসন নীতি নিয়ে তাঁর কঠোর মনোভাবের জন্য বিশ্বের নানা প্রান্তে বার বার সমালোচিত হচ্ছেন ট্রাম্প। বিশেষ করে অবৈধ অভিবাসী বাবা-মায়ের থেকে তাঁদের সন্তানেরা বিচ্ছিন্ন হয়ে পড়ায় দেশে-বিদেশে প্রবল নিন্দার ঝড় ওঠে। হোয়াইট হাউসে সাংবাদিকরা এ নিয়ে একগুচ্ছ প্রশ্ন করেছিলেন মার্কিন প্রেসিডেন্টকে। সেখানেই ট্রাম্প জানিয়েছেন, মেধার জোরে আমেরিকায় কেউ থাকতে এলে তাতে তাঁর প্রশাসনের আপত্তি নেই। ট্রাম্পের কথায়, ‘‘সীমান্ত নিয়ে আমি খুবই কড়া। সেটা সবাই জানে। আমরা চাই, বিদেশ থেকে এখানে সকলে সীমান্ত পেরিয়ে আসবেন। আমরা যেটা চাই সেটা হল মেধা।অর্থাৎ উচ্চশিক্ষিত এবং তথ্যপ্রযুক্তি কর্মীদের দিকেই স্পষ্ট ইঙ্গিত করেছেন ট্রাম্প।